সচিবালয়ে আজও বিক্ষোভ

টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ মিছিল করছেন। আজ সোমবার সকাল থেকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সকালে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল বের করে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। ‘সরকারি চাকরি আইন সংশোধনে প্রস্তাবিত অধ্যাদেশ’ বাতিল না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন, আন্দোলনকারীরা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর গতকাল এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে সাড়ে চার দশক আগের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ যুক্ত করা হয়েছে, এমন অভিযোগ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।