৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ রকি এলেক্স কাল্লু (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগন থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কলাবাগান থানার ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি ফ্রি স্কুল স্ট্রিটের মোজাম্মেলের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানা পুলিশের একটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রকি এলেক্স কাল্লুকে গ্রেপ্তার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, বলে জানিয়েছে পুলিশ।