Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

মাল্টা ২০ জুন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা আগামী ২০ জুন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও মাল্টার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

রবার্ট আবেলা বলেছেন, তার দেশ আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। যার মধ্য দিয়ে চার দশকেরও বেশি সময়ের দ্বিধার অবসান ঘটবে। তিনি এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যখন গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেলা আরও বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি এখন আরও গভীর হয়ে উঠেছে এবং সেখানে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের লাগাতার হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না এই মানবিক বিপর্যয়ের সামনে, যা প্রতিদিন আরও খারাপ হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ২০ জুন একটি সম্মেলনের পর মাল্টা তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে তিনি একে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

আবেলা সম্প্রতি জর্ডানে ফিলিস্তিনি শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে তিনি মাল্টায় চিকিৎসার জন্য সরিয়ে আনা কিছু শিশুর সঙ্গে দেখা করেছেন।

অনুষ্ঠানে তিনি আরও জানান, মাল্টা ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে গ্রহণ করতে প্রস্তুত। গাজার দক্ষিণে একটি হাসপাতালে রোগী সেবা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় ডা. নাজ্জারের দশ সন্তানের মধ্যে নয়জন নিহত হয়। এছাড়া তার স্বামী ও আরেক সন্তান গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়।

এর আগে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তগুলোকে বহু বিশ্লেষক ইসরায়েল-ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির কৌশল হিসেবে দেখছেন।

সম্পর্কিত খবর :

;