কৃষ্ণসাগরে আরও ৭৫ বিলিয়ন ঘনমিটার গ্যাসের সন্ধান পেল তুরস্ক

তুরস্ক কৃষ্ণসাগরের তলদেশে নতুন করে আরও ৭৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার এ তথ্য জানান। নতুন এই আবিষ্কারে তুরস্কের জ্বালানি খাতে আত্মনির্ভরতার সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।
এরদোয়ান জানান, কৃষ্ণসাগরের সাকারিয়া গ্যাসক্ষেত্রে চলমান অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এ গ্যাস আবিষ্কৃত হয়েছে। এর আগে ২০২০ সালে দেশটি একই এলাকায় প্রাথমিকভাবে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদের ঘোষণা দেয়, পরে সেটি বাড়িয়ে ৭১০ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করা হয়। নতুন এই ৭৫ বিলিয়ন ঘনমিটার যুক্ত হওয়ায় মোট রিজার্ভ এখন ৭৮৫ বিলিয়ন ঘনমিটারে দাঁড়িয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, “এই আবিষ্কার প্রমাণ করে, আমাদের সমুদ্রসম্পদ এখনো অপার সম্ভাবনার উৎস। তুরস্ক ধীরে ধীরে জ্বালানি আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজস্ব সম্পদ ব্যবহার করে এগিয়ে যাবে।”
তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আবিষ্কৃত গ্যাস মজুদের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।
বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য তুরস্ককে কেবল জ্বালানি নিরাপত্তায় এগিয়ে রাখবে না, বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। তবে, প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে গ্যাস উত্তোলন ও ব্যবহার পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।
তুরস্ক আশা করছে, ২০২৬ সালের মধ্যে নতুন এই গ্যাস উৎপাদনে আনা সম্ভব হবে।