গাজায় যুদ্ধাপরাধ তদন্তে সারায়েভোতে শুরু হচ্ছে ‘গাজা ট্রাইব্যুনাল'

বসনিয়ার রাজধানী সারায়েভোতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধ তদন্তের জন্য গঠিত ‘গাজা ট্রাইব্যুনাল’ তার প্রথম প্রকাশ্য অধিবেশন শুরু করতে যাচ্ছে। ২৬ থেকে ২৯ মে পর্যন্ত চলবে এই অধিবেশন, যার নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের সাবেক বিশেষ প্রতিনিধি রিচার্ড ফক।
এই ট্রাইব্যুনালে উপনিবেশবাদী গণহত্যা, বর্ণবাদ, জোরপূর্বক জনগোষ্ঠী স্থানান্তর, জাতিসংঘের ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘনসহ গাজার সংকটের বিভিন্ন দিক আলোচনা হবে। বিশেষ একটি অধিবেশন থাকবে "স্রেব্রেনিৎসা থেকে গাজা” শীর্ষক।
আনাদোলুর খবরে বলা হয়, গাজা ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালতের বিকল্প নয়, তবে এটি স্বাধীন, নৈতিক এবং স্বচ্ছ একটি ফোরাম হিসেবে কাজ করবে যা বৈশ্বিক স্তরে গাজার মানবাধিকার লঙ্ঘনের সত্য উদঘাটনে ভূমিকা রাখবে।
সারায়েভোর অধিবেশনগুলো অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। চূড়ান্ত বিচার কার্যক্রম অক্টোবর ২০২৫-এ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে, যেখানে ‘জুরি অব কনসাইন্স’ গাজার সংকট থেকে প্রাপ্ত সাক্ষ্য ও বিবৃতি ভিত্তিক রিপোর্ট উপস্থাপন করবে।
ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগটি ৬৬টি সদস্য সংস্থার সমর্থন পাচ্ছে।