গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোপনে এমন এক পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যার আওতায় গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তর করা হবে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ওই অঞ্চল পুনর্গঠনের লক্ষ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা এই পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাটির আওতায় লিবিয়াকে কয়েক বিলিয়ন ডলার অস্থগিত তহবিল মুক্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, বিনিময়ে দেশটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের একটি বড় অংশকে গ্রহণ করবে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাত দিয়ে এনবিসি জানায়, এরইমধ্যে এই প্রস্তাব লিবিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা পর্যন্ত গড়িয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় নতুন করে স্থিতিশীলতা আনা যাবে এবং অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি "ফ্রিডম জোন" বা স্বাধীন অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে। ট্রাম্প নিজেও গাজা সংকটকে ‘দীর্ঘস্থায়ী সমস্যা’ হিসেবে অভিহিত করে বলেছিলেন, “এটি সমাধানে সাহসী ও মৌলিক পদক্ষেপ প্রয়োজন।”
বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাটি শুধু মানবাধিকার পরিপন্থী নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। অনেকের মতে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার কোনো পদক্ষেপই টেকসই শান্তি প্রক্রিয়াকে সহায়তা করবে না।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে ট্রাম্প বা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। লিবিয়া ও আরব বিশ্বের প্রতিক্রিয়ার দিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল।