ফিলিস্তিনে আল জাজিরার কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ফিলিস্তিন কর্তৃপক্ষ

কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফলে আবারও ফিলিস্তিন ভূখণ্ডে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের সুযোগ পেল আল জাজিরা।
ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে অনুমতি প্রদান করা হয়েছে যাতে আল জাজিরার সাংবাদিকেরা পশ্চিম তীরসহ ফিলিস্তিনের সব এলাকায় সংবাদ কাভার করতে পারেন।
এর আগে, ২০২৪ সালের শেষ দিকে কিছু প্রতিবেদনের কারণে ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরার কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন অভিযোগ ছিল, আল জাজিরার কিছু সংবাদ প্রতিবেদন ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে ‘উসকানিমূলক’ বা ‘একপাক্ষিক’ ছিল। এই নিষেধাজ্ঞার ফলে চ্যানেলটির ফিলিস্তিন দফতর থেকে সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক গণমাধ্যমে প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে আল জাজিরার মত একটি প্রভাবশালী গণমাধ্যমের কার্যক্রম পুনরায় চালুর অনুমতি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ফিলিস্তিন কর্তৃপক্ষের সদিচ্ছার প্রতিফলন।
আল জাজিরা কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, তারা পেশাদার সাংবাদিকতা অব্যাহত রাখবে এবং নিরপেক্ষভাবে ফিলিস্তিনের ঘটনাপ্রবাহ তুলে ধরবে।
মানবাধিকার সংগঠনগুলোও ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আরও বেশি গণমাধ্যমের জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
এরআগে ২০২৪ সালের মে মাসে ইসরাইলের সরকার আল জাজিরার সম্প্রচার ও তাদের অফিস বন্ধ করে দেয় এবং সরঞ্জাম জব্দ করে। ইসরায়েল দাবি করে, আল জাজিরা হামাসকে সহায়তা করছে এবং "উসকানিমূলক" প্রতিবেদন প্রচার করছে।
এছাড়া ২০১৭ সালের উপসাগরীয় কূটনৈতিক সংকটের সময় মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ও বাহরাইন আল জাজিরাকে নিষিদ্ধ করেছিল।