Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

এবার কান উৎসবে সত্যজিৎ রায়

৫৫ বছর পর নতুন রূপে হাজির হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। কান উৎসবের কান ক্ল্যাসিক বিভাগে জায়গা পেল ছবিটি। ফোরকে প্রযুক্তিতে রূপান্তর করে বুনুয়েল থিয়েটারে দেখানো হয় ‘অরণ্যের দিনরাত্রি’। শহুরে আর গ্রামীণ মানুষ, পুরুষ ও নারীর দৃষ্টিভঙ্গি এবং বর্ণপ্রথার নানা দিক উঠে আসে এই সিনেমায়। যেখানে ছিল, সত্যজিতের অনন্য নির্মাণশৈলী।

বিশেষ এই প্রদর্শনীতে হাজির হন, সিনেমাটির দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে তাদের উপস্থিতি যেন আলো ছড়ায় ভিনটেজের মতো।

১৯৭০ সালে মুক্তি পাওয়া ছবিটি তৎকালীন বার্লিন উৎসবে স্বর্ণভাল্লুক পুরস্কার পায়। দীর্ঘদিন পর ৭৮তম কান উৎসবে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেন, মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। ফিল্ম ফাউন্ডেশন্সের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্টের আওতায় ছবিটি ফোরকে প্রযুক্তিতে রূপান্তর করা হয়। এতে সহযোগিতা করে, লিমাজিনেহ রিত্রোহ-ভাতাহ, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জানুস ফিল্মস, ক্রাইটেরিওন কালেকশন। অর্থায়ন করে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন।

ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে, ১২ দিনের এই উৎসব ১৩ মে শুরু হয়েছে। চলবে ২৪ মে পর্যন্ত। যেখানে মূল প্রতিযোগিতা, স্বর্ণপামের জন্য লড়ছে ৯টি সিনেমা। কানে আছে বাংলাদেশও, স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়ছে আদনান আল রাজীবের ‘আলী’।

সম্পর্কিত খবর :

;