Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সকল চলচ্চিত্রে ট্রাম্পের ১০০% শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০% শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলো বিদেশে কাজ করায় হলিউড "ধ্বংসের পথে"।

রবিবার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “আমি বাণিজ্য বিভাগ ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসকে নির্দেশ দিচ্ছি, যাতে অবিলম্বে বিদেশে নির্মিত যেকোনো চলচ্চিত্র আমাদের দেশে প্রবেশ করলে তার ওপর ১০০% শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করা হয়।”

এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন হোয়াইট হাউজের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে। ট্রাম্প বিভিন্ন দেশে ব্যাপক হারে শুল্ক আরোপ করছেন, যার প্রভাবে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কও চাপের মুখে পড়েছে।

ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী চীন সম্প্রতি জানিয়েছে তারা আমদানি করা মার্কিন চলচ্চিত্রের সংখ্যা কমাবে। এই ঘোষণার কিছুদিন পরই ট্রাম্প এই চলচ্চিত্র শুল্ক আরোপের ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “আমেরিকার চলচ্চিত্র শিল্প খুব দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। অন্যান্য দেশ বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে আমাদের নির্মাতা ও স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্রের বাইরে নিয়ে যাচ্ছে।” তিনি এটিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও বর্ণনা করেন।

তবে এই শুল্ক নীতির বাস্তবায়ন কীভাবে হবে কিংবা এর প্রভাব কী হতে পারে—তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। ট্রাম্প টেলিভিশন সিরিজের কথা উল্লেখ করেননি, যদিও সেগুলো এখন অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক মাধ্যম।

সম্পর্কিত খবর :

;