কান চলচ্চিত্র উৎসবে চ্যাপলিনের - দ্য গোল্ড রাশ

বিশ্ব সিনেমার মর্যাদপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ১৩ মে। এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে ফ্রান্সের সাগর পাড়ের কান শহরে। ফেস্টিভ্যাল ভেন্যুতেও সাজ সাজরব।
এবার উৎসবের ৭৮তম আসর। এ আসরে কান ক্ল্যাসিকস বিভাগে প্রদর্শিত হবে চার্লি চ্যাপলিনের সিনেমা ‘দ্য গোল্ড রাশ’। বিভাগের উদ্বোধনী সিনেমা হবে প্রদর্শিত হবে এটি। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।
১৯২৫ সালে মুক্তি পেয়েছিল চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’। সিনেমাটিকে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ নির্মাণ। নির্বাক এ সিনেমাটির শতবর্ষ পূর্তি উদযাপন করবে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
‘দ্য গোল্ড রাশ’ সিনেমা চ্যাপলিন এক ভবঘুরে। সোনার সন্ধানে ঘুরে বেড়ান। সাধারণ মানুষের জীবনের লাঞ্চনা, ব্যর্থতা এই ভবঘুরের মাধ্যমে পর্দায় তুলে আনা হয়েছে। চ্যাপলিন ছাড়া এতে আরও অভিনয় করেন, জর্জিয়া হেল, ম্যাক সোয়াইন, টম মুরে, হেনরি বার্গম্যান, ম্যালকম ওয়েট।
শুধু চ্যাপলিনই না, এবার কান ক্ল্যাসিকসে থাকছে উপমহাদেশের বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়। ‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে থাকছেন তিনি। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আয়োজক সূত্রে জানা গেছে, ‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, প্রযোজক পূর্ণিমা দত্ত, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড সদস্য আমেরিকান চলচ্চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসন, নির্বাহী পরিচালক মার্গারেট বড ও ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের এবারের আসরে পর্দা উঠবে ১৩ মে। ১২ দিনব্যাপী জমকালো এ আয়োজনটি চলবে ২৪ মে পর্যন্ত।