ফরিদপুরের বোয়ালমারীর ১০ গ্রামে ঈদ উদযাপন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় মুসুল্লিরা।
আজ শুক্রবার (৬ জুন) সকালে কাঁটাগড়, সহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি ও গঙ্গানন্দপুরসহ বিভিন্ন গ্রামে তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জামাত হয় সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে, যেখানে ইমামতি করেন মাওলানা রাকিবুল হাসান রাকিব।
স্থানীয়রা জানান, তারা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরিফের অনুসারী হিসেবে কয়েক প্রজন্ম ধরে সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ পালন করে আসছেন। নামাজ শেষে কোরবানি, তবারক বিতরণ ও খিচুড়ি ভোজের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, ঈদের জামাতগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের ভাষায়, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তাদের ঐতিহ্য ও আত্মপরিচয়ের অংশ।