মৌসুমি বায়ুর ফলে ছয় বিভাগে বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, খুলনা ও রাজশাহী বিভাগ ব্যতিত ৬ বিভাগে আজও বৃষ্টি হতে পারে। তবে তা গতকাল রবিবারের চেয়ে কম হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার বৃষ্টি আরও কমে যেতে পারে।
তবে মৌসুমি বায়ু যেহেতু সক্রিয় রয়েছে, তাই এখন মোটামুটি বৃষ্টি হবে। এমনটা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
আজ সোমবার (২ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান তিনি।
এতে আরও বলা হয়েছে, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
তরিফুল নেওয়াজ কবির আরও জানান, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হতে পারে। এ ছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে আজ বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রামের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরের নদী তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। এটি বিপৎসীমার কাছাকাছি অবস্থায় চলে যেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। যমুনার পানিপ্রবাহ স্থিতিশীল আছে। এ অবস্থায় দেশের ছয় জেলার নদীসংলগ্ন এলাকায় বন্যার ঝুঁকির কথা গতকাল জানিয়েছে সংস্থাটি। এই ছয় জেলা হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনী।
দেশে এ বছর নির্দিষ্ট সময়ের অন্তত সপ্তাহখানেক আগে ২৪ মে মৌসুমি বায়ু প্রবেশ করে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এতে দেশজুড়ে প্রচুর বৃষ্টি হয়। এতে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকে। গভীর নিম্নচাপটি চলে গেলেও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে মৌসুমি বায়ু।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। এটা এখন পুরো দেশজুড়ে ছড়িয়ে আছে।
গতকাল রাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। বৃষ্টি বেশি হয়েছে সকাল ছয়টার পর থেকে। কিন্তু এ সময় কতটুকু বৃষ্টি হয়েছে, তার রেকর্ড এখনো আবহাওয়া অধিদপ্তর জানাতে পারেনি।