Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

মেহেরপুরে শিশু, নারীসহ ১৯ জনকে বিএসএফের পুশইন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। আজ রোববার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। আটক হওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।

ভারত থেকে আসা কয়েকজনের দাবি, তারা সকলেই বাংলাদেশী। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতের পুলিশ তাদের আটকের পর বিএসএফের কাছে হস্তান্তর করে। আজ ভোরে বিএসএফ তাদের মুজিবনগরের সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশে বাধ্য করে বিএসএফ।


মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই বাংলাদেশী বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশী কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। নীলফামারি ও কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে তারা পুলিশের কাছে দাবি করেছেন। তাদের পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর :

;