বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহ সীমান্তে আটক ১৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মহেশপুরের বাঘাডাংগা বিওপি’র হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত সংলগ্ন হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে নারী শিশুসহ ১৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের মধ্যে ৫ পুরুষ ও ২ নারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটককৃত নারী ও পুরুষের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।