হত্যার দায়ে মৃত্যুদণ্ড

পরকিয়া প্রেমের জেরে কমলা খাতুন নামে গার্মেন্টস কর্মীকে হত্যার দায়ে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক হাফিজুর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামীকে
আরও নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ডেও দন্ডিত করে আদালত। দন্ডিত ব্যক্তি
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. চানঁ মিয়ার ছেলে।
আদালত
সূত্রে জানা যায়, ভিকটিম কমলা খাতুন স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি
গাজীপুর একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। পরে সেখানে পূর্বধলা উপজেলার
নিজাম উদ্দিনের সাথে পরিচয় হলে এক পর্যায়ে তাদের মধ্যে পরকিয়া প্রেমের
সম্পর্ক গড়ে উঠে। পরে কমলা খাতুন নিজাম উদ্দিনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ
করলে, ২০২২ সালের ১৮ নভেম্বর নিজাম উদ্দিন কমলাকে পূর্বধলায় এনে পরিকল্পিত
ভাবে তাকে হত্যা করে লাশ রাস্তার পাশে বালুরচরে ফেলে রেখে চলে যায়।
পর
দিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলে, পরিবারের লোকজন মর্গে এসে
কমলা’র লাশ সনাক্ত করে। পরে নিহতের পরিবারের লোকজন মামলা দায়ের করলে পুলিশ
মামলাটি দীর্ঘ তদন্ত শেষে নিজাম উদ্দিনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল
করে। আদালতে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ মৃত্যুদন্ডের এ রায় ঘোষণা
করেন।
মামলাটি রাষ্ট্র পক্ষের হয়ে পরিচালনা করেন পিপি আবুল হোসেন ও আসামী পক্ষের এডভোকেট শামসুদ্দিন আহমেদ।