Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

এনবিআর ভেঙে আলাদা হলো নীতি ও ব্যবস্থাপনা

জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরকে ভেঙে দুই ভাগ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে কর নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপ্রতির অধ্যাদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কর্যক্রম পৃথক করা আবশ্যক থেকেই এ সিদ্ধান্ত। এ অধ্যাদেশ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ নামে অভিহিত হবে।

এদিকে এনবিআরকে ভেঙে নীতি ও প্রশাসন আলাদা করার সিদ্ধান্তের বিরোধীতা করে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিলো এনবিআর কর্মকর্তাদের সংগঠন বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ও বিসিএস (কর) অ্যাসোসিয়েশনের নেতারা। মঙ্গলবার (১৩ মে) সারাদিন এনবিআরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে তারা।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব আহরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করতে বিদ্যমান (এনবিআর) কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

প্রজ্ঞাপনে নীতি বিভাগ নিয়ে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের্ অধীনে রাজস্ব নীতি নামে একটি নতুন বিভাগ হবে। বিভাগটি যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে। রাজস্ব নীতি বিভাগের সচিব পদ থাকবে। কর হারন নির্ধারণসহ যৌক্তিক নীতি প্রণয়ন করবে নীতি বিভাগ। বিভিন্ন স্টেকহোল্ডার নিয়ে পরামর্শক কমিটি গঠন হবে।

অপরদিকে ব্যবস্থাপনা বিভাগ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করবে। তফসিলে বর্ণিত আইন ও সংশ্লিষ্ট বিধির প্রয়োগ, কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির যতযথ বাস্তবায়ন, সিভিল সার্ভিস শুল্ক ও আবগারি এবং কর ক্যাডারদের মানবসম্পদ ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও লজিস্টিকস সংক্রান্ত কার্যক্রম ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকবে।

সম্পর্কিত খবর :

;