Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

ব্যাংকের দাপটে শেয়ারবাজারে উত্থান, সূচক কমানোর চেষ্টায় বহুজাতিক ৫ কোম্পানি

সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির শেয়ারের দাম বেড়েছে। শেয়ারদর হারিয়েছে ১৬০ কোম্পানি। বাকি ৪৬ প্রতিষ্ঠানের শেয়ারের দর এদিন অপরিবর্তিত ছিল।

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ এ যোগ হয় ১৯ দশমিক ২৭ পয়েন্ট। অবস্থান নেয় ৪ হাজার ৯২১ পয়েন্টে। পাশাপাশি শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর ‘ডিএসই এস’ সূচকেও এদিন ১ দশমিক ৬২ পয়েন্ট যোগ হয়। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ লেনদেন শেষে প্রায় ৫ পয়েন্ট কমে যায়।

দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৫ প্রতিষ্ঠানের ২২ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৮৫৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৬৪ কোটি ৯ লাখ টাকা। এর আগের কর্মদিবসে এক্সচেঞ্জটিতে ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন প্রায় ২ কোটি টাকা কমেছে।

তথ্য বলছে, দিনভর শেয়ারবাজারকে টেনে তোলার চেষ্টায় ছিল ব্যাংক খাতের ৮ কোম্পানির শেয়ার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবির শেয়ারদর বাড়ায় সোমবার ডিএসইর সূচকে যোগ হয় ৫ দশমিক ১৩ পয়েন্ট। শরীয়াহভিত্তিক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারদর বৃদ্ধিতে সূচক বাড়ে আরো ২ দশমিক ৫৪ পয়েন্ট। এক্সিম, আইএফআইসি মিউচুয়াল ট্রাস্ট, ওয়ান ব্যাংক, প্রাইম ও পূবালী ব্যাংকের কারণে সূচক ফিরে পায় ৭ দশমিক ১২ পয়েন্ট। বিপরীতে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন ও হাইডেলবার্গ সিমেন্টের মতো বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারদর কমে যাওয়ায় এদিন বড় উত্থান দেখেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সম্পর্কিত খবর :

;