জামায়াতের নিবন্ধন বৈধ: হাইকোর্টের রায় বাতিল

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে দলটির নিবন্ধনের বৈধতা ফিরে পেয়েছে। একইসঙ্গে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।\
এর আগে গত ১৪ মে দলটির করা আপিলের ওপর শুনানি শেষ হয় এবং আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন। সেই রিটের শুনানি শেষে হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেওয়া হয়, যা পরবর্তীতে নিয়মিত আপিলে রূপ নেয়।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ২০১৮ সালের ৭ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে।
যদিও আপিল বিভাগের রায়ের আগেই ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে জামায়াত।