Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

প্রধান উপদেষ্টা জাপান পৌঁছেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন । আজ বুধবার নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তিনি জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

যাত্রাবিরতিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত ও অভ্যর্থনা জানান দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান।

নিক্কেই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করবেন। উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের। ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর :

;