লাগাতার অসহযোগের ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে সারাদেশের শুল্ককর কার্যালয়গুলোতে টানা চার কর্মদিবস ধরে চলছে কলমবিরতি। এরমধ্যেই লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কর্মকর্তারা। এসময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দফা দাবিও জানানো হয়। কর্মকর্তারা আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মকর্তারা জানান, এনবিআর ভাগ হওয়া নিয়ে তাদের আপত্তি নেই। মূল আপত্তি নতুন কাঠামোয় পদ পদবি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, রাজস্বনীতি বিভাগে এ খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। কিন্তু অধ্যাদেশে বলা হয়েছে ,সরকার উপযুক্ত ব্যক্তিকে সচিব পদে নিয়োগ দেবে, সেখানে রাজস্ব খাতের অভিজ্ঞতার শর্ত নেই।
তারা আরও দাবি করেন, এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে টেকসই রাজস্ব সংস্কার করতে হবে।
১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার।