অবশেষে চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসাসেবা চালু

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। বুধবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে অপেক্ষমাণ রোগীদের হাসপাতালের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর সকাল ১০টার দিকে জরুরি বিভাগে সেবা প্রদান শুরু হয়। তবে এখনই পুরোদমে সব ধরনের চিকিৎসা চালু হয়নি।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানান, আপাতত শুধুমাত্র জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব রোগীর দীর্ঘমেয়াদি বা বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের আপাতত এ সেবা নিয়ে ফিরে যেতে বলা হচ্ছে। তিনি আরও বলেন, “জরুরি চিকিৎসার পর বাড়তি কোনো চিকিৎসা এখন দেওয়া হবে না।” তবে কতজন চিকিৎসক সেবা দিচ্ছেন, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আহত কয়েকজন রোগীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসাসেবা সাময়িক বন্ধ রাখা হয়।
এ পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরের নেতৃত্বে মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের সঙ্গে বৈঠক করেন। তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি জানান, জরুরি বিভাগ চালুসহ সীমিত পরিসরে চিকিৎসাসেবা ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে কার্যকর হয়।