আজও আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দ্বিতীয় দিনের মত আন্দোলনের অংশ হিসাবে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের হামলায় জড়িতদের বিচার ও তিন দফা দাবিতে কয়েকশ শিক্ষার্থী সকাল থেকে অবস্থান নেন। এতে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজট ছড়িয়ে যায় আশপাশের রাস্তায়।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে তারা গতকাল রাত থেকেই এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। তারা দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এরআগে গতকাল দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। লংমার্চটি কাকরাইল মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে তাদের লাঠিপেটা করে পুলিশ।