শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার (১ জুন) এই অভিযোগপত্র দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।
মামলার অপর দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসজুড়ে সারাদেশে সংঘটিত সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণগ্রেপ্তারের মাধ্যমে যে ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে, তার প্রধান নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তদন্ত সংস্থার দাবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ওই সময় হাজার হাজার মানুষের বিরুদ্ধে হামলা চালানো হয়। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ, বিভিন্ন মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাক্ষ্য, ভিডিও ফুটেজ ও নথি তুলে ধরা হয়েছে।
এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অনুমোদন ও সমন্বয়ে নেতৃত্ব দেন। সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিভিন্ন ইউনিটকে সহিংস দমনমূলক অভিযানের নির্দেশ দেন তিনি।
গত ১২ মে এই মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। তদন্তে উঠে আসে, সরকারবিরোধী আন্দোলন দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে রাষ্ট্রীয়ভাবে দমননীতি গ্রহণ করা হয়, যার ফলেই ঘটে বহুল আলোচিত ‘জুলাই গণহত্যা’।
এই মামলার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা চলছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। অপর মামলাটি দায়ের করা হয়েছে ২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে।