ঈদের ফিরতি যাত্রায় ট্রেনযাত্রীদের মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীসহ কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে রেলস্টেশনগুলো। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ ফের বাড়তে থাকায় যাত্রীদের স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করতে বিশেষ অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর রেলযাত্রায় মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রতি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও সম্প্রতি এক নির্দেশনায় উল্লেখ করেছে, জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা পুনরায় বাধ্যতামূলক না হলেও জোরালোভাবে পরামর্শযোগ্য, কারণ দেশে কোভিডের সংক্রমণ হার কিছুটা ঊর্ধ্বমুখী।
ঈদের ব্যস্ত সময়ে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে।