Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন সেনার মৃত্যু

ভারতের জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের চাশমা রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই তিনজন ভারতীয় সেনার মৃত্যু হয়।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সেনাসূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, জম্মু থেকে শ্রীনগরগামী সেনা বহরের একটি ট্রাক জম্মু-কাশ্মীরের ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ ব্যাটারি চাশমা নামক স্থানে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। তবে উদ্ধারের আগেই ট্রাকটিতে থাকা তিন সেনা সদস্য মারা যান।

নিহতদের নাম— সিপাহী অমিত কুমার, সিপাহী সুজিৎ কুমার ও সিপাহী মান বাহাদুর। দুর্ঘটনার ফলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।

সম্পর্কিত খবর :

;