ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মুক্তিপ্রাপ্ত এডান

গাজা থেকে মুক্তি পাওয়া আমেরিকান-ইসরায়েলি বন্দি এডান আলেকজান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এক্স (সাবেক টুইটার)-এ মঙ্গলবার এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
হামাসের হাতে ৫৮৪ দিন ধরে বন্দি থাকার পর সোমবার আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়। ট্রাম্পের নেতৃত্বে একটি চুক্তির আওতায় তার এই মুক্তি বলে দাবি করেছেন উইটকফ।
স্টিভ উইটকফ লিখেছেন, "আজ আমি এডান আলেকজান্ডারের সঙ্গে দেখা করেছি এবং তাকে স্বাগত জানিয়েছি। দীর্ঘদিন বন্দিত্বের পর তার সাহস ও সহনশীলতা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছে।"
তিনি আরও লেখেন, "আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, যার নেতৃত্বে এ সাফল্য এসেছে। আমরা বাকি সব বন্দিদের মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
উইটকফ ও যুক্তরাষ্ট্রের নিখোঁজ এবং জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার পরে হোস্টেজ স্কয়ার পরিদর্শন করবেন।
এডান আলেকজান্ডারের মুক্তি প্রক্রিয়াকে সামনে রেখে ইসরায়েল ও আন্তর্জাতিক মহলে অন্যান্য বন্দিদের মুক্তির জন্য কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।