গাজায় গণহত্যা সম্প্রসারণে নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির গাজা উপত্যকায় চলমান দমন-পীড়ন ও গণহত্যাকে আরও সম্প্রসারিত করতে নতুন সামরিক পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। গতকাল শুক্রবার (৭ জুন) ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জামির গাজায় “চলমান যুদ্ধ অভিযান অব্যাহত রাখার জন্য নতুন সামরিক কৌশল অনুমোদন করেছেন”। এর আগে গত রবিবার তিনি উত্তর ও দক্ষিণ গাজার অতিরিক্ত এলাকাগুলোতেও হামলা সম্প্রসারণের নির্দেশ দেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত আরেক প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনী আগামী দুই মাসের মধ্যে গাজার ৭৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে।
অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করেছে, তাকে আন্তর্জাতিক মহল গণহত্যা হিসেবে অভিহিত করছে। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫৪,৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তীব্র মানবিক সংকটের মধ্যে থাকা এই উপত্যকার ২০ লাখের বেশি মানুষের খাদ্যাভাব ও দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা।
এর আগে গত বছরের নভেম্বর মাসে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একই সঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) এ গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর যুদ্ধাপরাধ চালানোর গুরুতর অভিযোগ আনা হয়েছে।