Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহার পুলিৎজার জয়

মন্তব্য বিভাগে পুলিৎজার পুরষ্কার জিতেছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। গাজায় চলমান ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞ নিয়ে লেখালেখির জন্য তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। সোমবার পুলিৎজার কমিটি গাজার এই কবিকে The New Yorker ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধগুলোর জন্য এই সম্মাননা প্রদান করে।


কমিটি তার লেখার প্রশংসা মন্তব্য করে, “গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞ নিয়ে লেখা এই প্রবন্ধগুলো গভীর সাংবাদিকতা ও ব্যক্তিগত স্মৃতিচারণার মিশ্রণে ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরেছে — যা এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রতিফলন।”

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আবু তোহা পুরস্কার জয়ের কথা জানান এবং লেখেন: “এটা আশার প্রতীক হোক। এটা একটি গল্প হোক।” — এই লাইনটি তিনি ফিলিস্তিনি কবি রেফাত আলআরির একটি কবিতা থেকে উদ্ধৃত করেন, যিনি ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন।

এছাড়া, ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে চূড়ান্ত তালিকায় স্থান পান গাজা থেকে এএফপির ফিলিস্তিনি ফটোগ্রাফাররা। "ব্যাপক হামলার মাঝেও গাজার মানুষের অটুট মানবিকতা" ফুটিয়ে তোলার জন্য তাদের এই মনোয়ন দেওয়া হয়।

সোমবার নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ঘোষিত পুলিৎজার পুরস্কারগুলোর কেন্দ্রে ছিল গাজায় ইসরায়েলি গণহত্যার কভারেজ, সুদানে যুদ্ধ, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন সাংবাদিকতা পুরস্কার পুলিৎজার সাহিত্যে, নাটকে এবং সঙ্গীতেও অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করে।

সম্পর্কিত খবর :

;