Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

রাঙামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা সদরে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এতে জনসাধারনের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জামায়াতের আমীর মাওলানা নাসির উদ্দিন, মাইনী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমল, এনসিপির সদস্য পলিন্স চাকমা, নুরুল ইসলাম সেলিম ও এবিএস মামুন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, একটি সড়কের জন্য লংগদু, বাঘাইছড়ির মতো গুরুত্বপূর্ণ উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এই দুই উপজেলার মানুষকে নৌ পথে রাঙামাটি যাতায়ত করতে হয়। হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বছরের সাত থেকে আট মাস দুর্ভোগ নিয়ে চলাচলা করতে হয়।

নানিয়ারচর থেকে লংগদু মাত্র ১৮ থেকে ২০ কিলোমিটার সড়ক হলে লংগদু ও বাঘাইড়ির মানুষের জেলা শহরের যোগাযোগ সহজ হতো। একই সঙ্গে কৃষি পণ্য বিপণন, স্বাস্থ্য সেবা পাওয়া সহজ হত।

বক্তারা আরও বলেন সম্প্রতি, পরিবেশের ক্ষতি কথা বলে সড়ক নির্মাণে না করার জন্য অপ প্রচার চালাচ্ছে একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্টি। এতে তাদের কী স্বার্থ লুকিয়ে আছে তা আমাদের বোধগম্য নয়। পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

এই কাজে যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে অত্র অঞ্চলের পাহাড়ি বাঙ্গালী এক হয়ে কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

সম্পর্কিত খবর :

;