১০ দফা দাবিতে পেট্রোল পাম্পে অর্ধদিবস ধর্মঘট পালিত

কমিশন বৃদ্ধি ও ডিলারশিপ ছাড়া সরাসরি জ্বালানি তেল বিক্রি বন্ধসহ ১০ দফা দাবিতে সারাদেশের বেশিরভাগ পেট্রোল পাম্পে ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে আজ রবিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত এই পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, সকাল ছয়টায় কর্মবিরতির কর্মসূচি শুরু হয়।
মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, এর আগে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোন ফল পায়নি। উপরন্তু জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুণ বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। এ পরিস্থিতিতে তারা প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭% হারে কমিশন প্রদানের দাবি জানান। অবিলম্বে ১০ দফা বাস্তাবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানী তেল ধর্মঘটের ডাক দেয় হবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।