Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের কোপে ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে শাহাদত হোসেন (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন একই গ্রামের তাইজেল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সালকে সাথে নিয়ে মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। এসময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছে। হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তার মাকে মারধর করে জখম করেছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর :

;