উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের আজও ভোগান্তি; যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কি.মি. যানজট

ঈদুল আজহার ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের স্রোতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শনিবার (১৪ জুন) সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দেখা গেছে যানবাহনের ধীরগতি ও থেমে থেমে চলাচল।
সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ, নলকা মোড় হয়ে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকা অভিমুখী লেনে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এ অংশে কোথাও কোথাও যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে।
টাঙ্গাইল অংশেও একই চিত্র। শুক্রবার (১৩ জুন) রাত থেকেই যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে ধীরগতির যান চলাচল দেখা যায়, যা শনিবার সকাল থেকে আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই ফেরার চাপে যানবাহনের সংখ্যা অতিরিক্ত হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে। এর সঙ্গে সেতুর ওপরে একটি গাড়ি দুর্ঘটনা এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
যাত্রীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে যেসব পথ পাড়ি দিতে ৩০ মিনিট লাগত, সেই পথেই এখন সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। দীর্ঘ যাত্রা, গরম আর গাড়ির ধীরগতির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নারী ও শিশুদের।
ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে। তবে গাড়ির চাপ কমে না এলে শিগগিরই স্বস্তি মিলবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।