Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

রাঙামাটিতে বাজারে আগুন: ২৫ দোকান পুড়ে ছাই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে আগুনে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১টার দিকে আলমগীরের কাপড়ের দোকান থেকে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের নিয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রাত আড়াইটার দিকে খাগড়াছড়ির দিঘিনালা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুনে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক আড়াই কোটি টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলাবাসীর দাবির মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।

সম্পর্কিত খবর :

;