সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জে ঈদুল আজহা পালন

সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের অন্তত ১৫টি এলাকায় পালিত হয়েছে ঈদুল আজহা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন স্থানীয় মাওলানা বাচ্চু মুন্সি।
নামাজে অংশ নিতে সকাল থেকেই ঈদগাহে ছুটে আসে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরা। নামাজ শেষে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জে অন্তত ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিনে ঈদ পালনের প্রচলন রয়েছে।
এই তরিকা পালনকারীরা নিজেদের কাদিয়া ও জাহাগীর তরিকার অনুসারী হিসাবে পরিচয় দেন।
শিলই ছাড়াও মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, আধারা ইউনিয়নের মিঝিকান্দি, সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকাতেও ঈদ জামাতের খবর পাওয়া গেছে।