Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

দেশজুড়ে ভারি বৃষ্টিপাত, বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র উত্তাল রয়েছে। এরইমধ্যে বেশ কিছু এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম।

স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজারের সমিতিপাড়া, নাজিরার টেক, মহেশখালীর মাতারবাড়ী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে।

পাহাড়ি ঢলে বাকখালী ও মাতামুহুরি নদীর পানিতে বেশ কয়েকটি গ্রামে বন্যার হুমকিতে রয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উপকুলের বাসিন্দাদের। বৈরি আবহাওয়া টেকনাফ- সেন্টমার্টিন রুটসহ অনেক জেলায় নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলায় জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের কারণে সারাদেশে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। নিন্মচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শাহনেওয়াজ সালমান স্টার নিউজকে বলেন, সৈকতের পর্যটকদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে নামতে নিষেধ করা হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।


সম্পর্কিত খবর :

;