হবিগঞ্জে চলন্ত বাসে শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত হেলপার গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলার আসামি বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত রোববার ঢাকা থেকে দাদার বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে যাওয়ার জন্য বিলাশ পরিবহনের একটি বাসে উঠে ঘুমিয়ে পড়েন ওই তরুণী। বাস থেকে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমন্ত অবস্থায় বাসটি সিলেটে চলে যায়। পরে সে সিলেট থেকে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি বাসে উঠে। বাসটি বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী উঠানো-নামানোর সময় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে। শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে যায়। তখন একা পেয়ে প্রথমে বাসের হেলপার ও পরে চালক তাকে ধর্ষণ করে। পরে আউশকান্দি এলাকায় পৌঁছলে তরুণীর চিৎকারে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন। রাত ১২টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় স্থানীয়রা বাসচালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন এবং তরুণীকে উদ্ধার করেন। তবে কৌশলে হেলপার পালিয়ে যায়।
এ ঘটনায সোমবার সকালে তরুণী নিজেই বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাব্বিরকে প্রধান ও লিটনকে ২য় আসামী করে মামলা করেন। পরে ওই তরুণীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।