Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

নাটোরে বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মাঝরাতে সিংড়ার বামিহাল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এসময় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র টেঁটা বল্লম উদ্ধার করা হয়। গ্রেপ্তার হাজী কুদ্দুস আকন্দ সিংড়ার বামিহাল এলাকার প্রয়াত খোকা আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির পার্টি অফিস খুলেন কুদ্দুস আকন্দ। এলাকায় চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখলের অভিযোগের ভিত্তিতে রোববার মাঝরাতে সেই পার্টি অফিসে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

এ ব্যাপারে জানতে চাইলে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, “ও তো আগে থেকেই সন্ত্রাসী। ওরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করেছে। কোনো এক সমসয় বিএনপি করেছে, আবার গত কয়েকবছর আওয়ামী লীগ করেছে। আবার পাঁচ আগস্টের পর থেকে বিএনপিতে ভিড়েছে।

“ও বিএনপির কোনো পোস্টে নাই" উল্লেখ করে তিনি জানান, জানার পর ওই অফিস থেকে ছবিটবিগুলো নামায় নেয়াইছি। যেহেতু দলের কোনো পদ নাই তাই তার বিরুদ্ধে দলীয় সিধান্ত নিতে পারছি না। বলে জানান, জেলা বিএনপির ওই নেতা।

সিংড়া থানার ওসি, রফিকুল ইসলাম বলেন, হাজী কুদ্দুস আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর :

;