Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

কুমিল্লায় সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন নিহতের ভাই মো. রানু মিয়া। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১৪৭ জনের এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি। বিষয়টি বুধবার নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। এ সময় তৎকালীন এমপি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিস্তল, শর্টগান, রাইফেল, হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান হোটেলের কর্মচারী মামুন আহমেদ রাফসান (১৮)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার অন্যান্য আলোচিত আসামিদের মধ্যে রয়েছেন—আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু, বুড়িচংয়ের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাদী রানু মিয়া অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আমার ভাই সেই হামলার শিকার হয়ে প্রাণ হারান।” তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

ওসি মহিনুল ইসলাম বলেন, “নিহতের পরিবার প্রথমে মামলা করেনি। পরে সরকারি গেজেটে নিহত রাফসানকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করার পর তার ভাই বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি বাহারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মোট ১২টি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর :

;