Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

বাগেরহাটে বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের জেরে সম্মেলন স্থগিত ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

আজ রোববার (১৫ জুন) দুপুরে চরপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলনের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। মঞ্চে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালীন সময়ে সভাপতি পদপ্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে পরিস্থিতি শান্ত হয় এবং নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে—বিএনপির কর্মী শিহাব শিকদার, এমদাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, অহিদুল ইসলাম ও মো. হালিম। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “সংঘর্ষের কারণে বিএনপির নেতারা সম্মেলন স্থগিত করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

পূর্বঘোষিত সূচি অনুযায়ী দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। তিনটি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং ভোটার ছিলেন ৪৫৯ জন কাউন্সিলর। সংঘর্ষের ফলে এসব নির্বাচন স্থগিত করা হয়।

সম্পর্কিত খবর :

;