Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুরে শ্রমিক আন্দোলনের মুখে জিএমএস টেক্সটাইল লিমিটেড দুই দিনের ছুটি ঘোষণা করেছে। শনিবার (১ জুন) রাতে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক নোটিশে রবি ও সোমবার (১-২ জুন) সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে শনিবার বিকেলে ছুটির পর কারখানার দুই শ্রমিক সড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হন। সহকর্মীরা তাঁদের হাসপাতালে পাঠান। এরপর উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন, যার ফলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবি ছিল—কারখানার সামনে দ্রুত পদচারী সেতু নির্মাণ, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সুবিধা, নিরাপত্তাকর্মীদের আচরণে পরিবর্তনসহ ১২ দফা।

রাত ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং রাত সাড়ে ৯টায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘোষিত নোটিশে জানানো হয়, আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সার্ভিস, পদচারী সেতু নির্মাণ, গালাগাল ও দুর্ব্যবহার রোধ, চিকিৎসা টিমে পরিবর্তন এবং কর্মীদের স্থায়ীকরণের মতো বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। আন্দোলনে অংশ নেওয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো. যোবায়ের জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত এবং কারখানা আগামী মঙ্গলবার পুনরায় খুলে দেওয়া হবে।


সম্পর্কিত খবর :

;