ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে নগরকান্দায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার সুষ্ঠু বিচার দাবিতে ও তদন্তে গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ছাত্রদল। আজ শনিবার (১৮ মে) সকালে বিক্ষোভ মিছিলটি নগরকান্দা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সরকার ও প্রশাসনের নিরব ভূমিকা প্রমাণ করে, এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তারা অভিযোগ করেন, সুষ্ঠু তদন্তের নামে সময়ক্ষেপণ ও বিচারহীনতার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, দেশের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা ও বিচার প্রত্যাশিত। সেখানে এমন নির্মম হত্যাকাণ্ড দেশের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ছাত্রদলের এই কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।