দেশের বর্তমান বৈদেশিক মূদ্রার রিজার্ভ আশাব্যঞ্জক : সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মনে করে দেশের বর্তমান বৈদেশিক মূদ্রার রিজার্ভ আশাব্যঞ্জক। এ ব্যাপারে অগ্রগতি ইতিবাচক ধারায় রয়েছে। তবে প্রতিষ্ঠানটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার রাজধানীয় ধানমন্ডির কার্যালয়ে ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকা ছাপানোর প্রভাব মাত্র ৩ দশমিক ২ শতাংশ।চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী অর্থ বছরেও মূল্যস্ফীতি সন্তোষজনক হারে কমার সম্ভাবনা নেই।
এসময় আরও ব্রিফিংয়ে আরও বলা হয়, অবকাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস নির্ভরতা কমছে না। এছাড়া সামগ্রিক সংস্কার না করে খণ্ড খণ্ড সংস্কারে সুফল মিলবে না বলেও মনে করে সিপিডি।