Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে এবি পার্টির শুভেচ্ছা

নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শুভেচ্ছা জানিয়েছে। একইসঙ্গে শান্তিরক্ষায় অবদান রাখতে গিয়ে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধা জানিয়েছে দলটি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা শ্রদ্ধা ও সহমর্মিতার কথা জানান।

বিবৃতিতে বলা হয়, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সকল সাহসী সন্তানদের যারা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা সেই ১৬৮ জন বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করছি ও একইভাবে স্মরণ করছি শত শত আহত সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের; তাদের পরিবারবর্গের প্রতি জানাই প্রাণঢালা সহমর্মিতা।

এবি নেতৃবৃন্দ আরও বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষায় কয়েক যুগ ধরে সেবা ও ত্যাগের অনন্য নিদর্শন হিসেবে জাতিসংঘের হয়ে কাজ করছে বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ১৯৮৮ সাল থেকে শুরু করে ৩৭ বছর ধরে ৪০টি দেশে বিশ্বশান্তি রক্ষায় নেতৃস্থানীয় অবদান রেখে চলেছে। দেশে দেশে জাতিগত সংঘাত, সন্ত্রাস, হানাহানি রোধে কাজ করছে দৃঢ়তার সঙ্গে। তাদের নিষ্ঠা ও একাগ্রতায় অনেক অশান্ত জনপদে শান্তি ফিরে এসেছে, তারই ফলস্বরূপ আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এদেশের পাঁচ শতাধিক নারীসহ প্রায় সাড়ে সাত হাজার শান্তিরক্ষী জাতিসংঘের নয়টি মিশনে বর্তমানে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিভিন্ন দেশের মিশনে আত্মত্যাগ করা বাংলাদেশের পাঁচ শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড' পদক দিয়ে সম্মানিত করেছে জাতিসংঘ৷

মাইলের পর মাইল দূরের আফ্রিকার দেশ সিয়েরালিওন স্বীকৃতি স্বরূপ বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। অশান্ত জনপদে শান্তি প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব পালনকালে বাংলাদেশ তার অনেক বীর সেনানীকে হারিয়েছে কিন্তু এই ত্যাগ দায়িত্ব পালনে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি।

শান্তিরক্ষী মিশনে বহুজাতিক বাহিনীতে বাংলাদেশের শান্তিরক্ষীদের অনন্য অবদান বিশ্বের দরবারে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত খবর :

;