মেয়র পদে বসানো না হলে নগর ভবনে বিরতিহীন অবস্থান কর্মসূচি ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বৈধ মেয়র দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন, তাকে দায়িত্বে বসানো না হওয়া পর্যন্ত নগর ভবনে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই সময়ে উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ থাকলেও নাগরিকদের জন্য জরুরি সেবা সীমিত আকারে চালু রাখা হবে।
আজ রোববার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে নগর ভবনে এসে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, “প্রধান ফটকের তালা খোলা হবে না, এটি আন্দোলনের একটি প্রতীক। তবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো জরুরি নাগরিক সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।”
বক্তব্য দেওয়ার পর তিনি নগর ভবনের নিচতলার শীতলক্ষ্যা সভাকক্ষে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, জরুরি নাগরিক সেবা কীভাবে সীমিতভাবে চালু রাখা যায়, সে বিষয়েই ছিল এই বৈঠকের মূল আলোচনা।
সভা শেষে নগর ভবন থেকে বেরিয়ে ইশরাককে প্রশ্ন করা হয়, তালাবদ্ধ নগর ভবনের মধ্যে কীভাবে জরুরি সেবা চালু রাখা হবে? জবাবে তিনি বলেন, “সেটার ঘোষণা আসবে।” কবে থেকে কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জানান, “আমরা ইমিডিয়েটলি শুরু করার পদক্ষেপ নিচ্ছি।”
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’র ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। ঈদের আগে টানা ১৮ দিন আন্দোলন চলার পর সংক্ষিপ্ত বিরতি দেওয়া হয়। ঈদের ছুটির পর আজ ছিল প্রথম কর্মদিবস, যেখানে সকাল ১০টার দিকে আবারও সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নেন।
সকাল সাড়ে ১১টার দিকে নগর ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইশরাক। তিনি বলেন, “আমি গায়ের জোরে নয়, জনগণের ভোট ও সংবিধান অনুযায়ী বৈধ মেয়র। এই বিষয়ে সরকার যদি দ্রুত সমাধান না করে, তবে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের দিকেই যাবে।”