সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জনগন আপনাকে বসিয়েছে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে আজ মঙ্গলবার ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি প্রশ্ন তোলেন, সাড়ে নয় মাস পার হলো। নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে সদুত্তর পাই না কেন? আপনি দেশের কী উন্নয়ন করেছেন এই নয় মাসে?শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন?
তিনি আরও বলেন, জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, হতে চাই না। আমরা সমালোচনাও করতে চাই না। কিন্তু জনগণ এখন আপনার সমালোচনা শুরু করেছে।