তারেক রহমানের স্ত্রী ও কন্যার নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার: বিএনপির প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার (৫ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “জুবাইদা রহমান ও জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং ভিডিও প্রচার করা হচ্ছে। এসব কনটেন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় ছবি ও বক্তব্য তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
রিজভী অভিযোগ করেন, এই অপপ্রচার একটি পরিকল্পিত চক্রান্তের অংশ। তাঁর ভাষায়, “যারা এই ভুয়া প্রচার চালাচ্ছে, তারা একটি দুষ্টচক্রের অংশ। উদ্দেশ্য হলো—জিয়া পরিবার ও বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করা। এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে যখন নানাভাবে অপতৎপরতা ব্যর্থ হয়েছে, তখন এখন ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে দলের শীর্ষ নেতাদের পরিবারকেও টার্গেট করা হচ্ছে। এটি শুধু নিন্দনীয় নয়, বরং একটি দণ্ডনীয় অপরাধ।”
এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, “যারা এই ধরনের জালিয়াতি করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জানতে চান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না। জবাবে রিজভী বলেন, “আমরা জিডি করব। অতীতেও নিজের নামে চালু ভুয়া আইডির বিষয়ে জিডি করেছিলাম, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”
বিএনপি এ বিষয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।