Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

আজ হজ শুরু, গরমজনিত মৃত্যু রোধে কঠোর ব্যবস্থা

আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের হজ। তীব্র গরম ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এবার ব্যতিক্রমী নিরাপত্তা ও প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ২০২৪ সালে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেলে ১,৩০০-র বেশি হাজি প্রাণ হারান। এ বছরও তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সৌদি সরকার মোতায়েন করেছে ৫০,০০০ মেডিকেল ও প্রশাসনিক কর্মী এবং প্রস্তুত রাখা হয়েছে ৭০০ ভেন্টিলেটর যুক্ত হাসপাতাল শয্যা। রোদের মধ্যে হাঁটাহাঁটি না করা, হালকা পোশাক পরা ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে হাজিদের।

প্রথমবারের মতো ১২ বছরের নিচে শিশুদের হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেইসঙ্গে অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। হজ শুরুর আগেই ২,৬৯,৬৭৮ জনকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ২৩,০০০ জনকে জরিমানা করা হয়েছে।

এবার হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যতিক্রমী ব্যবহার দেখা গেছে। এআই-চালিত স্মার্ট তাঁবু, উন্নত কুলিং সিস্টেম এবং ভিড় নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহারের মাধ্যমে হজকে আরও নিরাপদ ও সুসংগঠিত করার চেষ্টা চলছে।

অর্থনৈতিক দিক থেকেও হজের ব্যয় ৪,০০০ থেকে ২০,০০০ ডলারের মধ্যে হওয়ায় কিস্তি ভিত্তিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করেছে পাকিস্তান ও সৌদি আরবসহ কয়েকটি দেশ।

একই সময়ে, হজকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। ২০১৬ সালের বিরূপ সম্পর্কের অবসান ঘটিয়ে এবার ফ্লাইনাস বিমান সংস্থা তেহরান ও মাশহাদ থেকে ফ্লাইট চালু করেছে, ফলে ৩৫,০০০-এর বেশি ইরানি হাজি মক্কায় আসতে পারছেন।


সম্পর্কিত খবর :

;