Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

পাখির চোখে দেখা মক্কা: শান্তির সমুদ্রে হজ্বযাত্রীদের তাওয়াফ

পাখির চোখে দেখা মক্কা যেন এক শান্তির সমুদ্র—যার নিরব ঢেউ হয়ে কাবা শরীফকে ঘিরে তাওয়াফ করছেন হাজারো হজ্বযাত্রী। এই অপূর্ব দৃশ্য ধরা পড়েছে আকাশচুম্বী রয়েল ক্লক টাওয়ার থেকে, যা মক্কার অন্যতম উঁচু ভবন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকরা বর্তমানে মক্কায় অবস্থান করছেন হজ্বযাত্রার পবিত্র মুহূর্তগুলো তুলে ধরতে। সৌদি সরকারের উদ্যোগে এবার তারা রয়েল ক্লক টাওয়ারে ওঠার সুযোগ পান। টাওয়ারটির পর্যবেক্ষণ ডেস্ক থেকে তারা পবিত্র কাবা এবং তাওয়াফরত মুসল্লিদের মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করেন।

রয়েল ক্লক টাওয়ারটি ৬০১ মিটার উচ্চতার একটি স্থাপনা, যা ২০১১ সালে উদ্বোধন করা হয়। এটি কেবল মক্কার নয়, বিশ্বের অন্যতম উঁচু ভবন। ভবনটিতে স্থাপিত রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি, যা মক্কার গ্রান্ড মসজিদের পাশেই অবস্থিত।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আগামী ৪ জুন থেকে শুরু হবে পবিত্র হজ্ব। ওই দিন থেকেই তাবুর নগরী মিনায় হজ্বযাত্রীদের সমবেত হওয়া শুরু হবে।

সৌদি মন্ত্রিসভা মঙ্গলবার হজ্ব প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। তারা জানিয়েছে, এবারের হজ্বকে সফল ও নিরাপদ করতে সব বিভাগ যৌথভাবে কাজ করছে। হজ্বযাত্রীদের আরাম, নিরাপত্তা এবং সেবার মান নিশ্চিত করতে সরকার আধুনিক অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

এই সমন্বিত উদ্যোগের ফলে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলনটি আরও সুসংগঠিত ও স্মরণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর :

;