Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

সাম্য হত্যার ঘটনায় তথ্য চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী সাম্য নিহত হওয়ার ঘটনা তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ব্যাপারে কারো কাছে সুনির্দিষ্ট কোন তথ্য-প্রমাণ থাকলে আগামী ১৮ মে ২০২৫ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৭৫৫৫০৬১৪ এ প্রেরণ করা জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া, সরাসরি সাক্ষাৎকার প্রদানে আগ্রহীদের আগামী ১৮ মে ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টায় কলা অনুষদের ডিন অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর ছুরিকাঘাতে আহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর :

;