ঈদে চাঁদাবাজি বন্ধে থাকছে বিশেষ ব্যবস্থা : বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ এর সময় - ২১ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন কোরবানীর ঈদে চাঁদাবাজি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে সচিবালয় থেকে একটি সেল গঠন করা হবে ও হটলাইন নাম্বার দেয়া হবে।
কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি এর প্রথম সভা শেষে সচিবালয়ে মিডিয়া ব্রিফ এ বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। তিনি আরও বলেন, চামড়া পাচার বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং চামড়া রপ্তানিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মাদ্রাসা ও এতিমরা যাতে চামড়ার যথাযথ মূল্য পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং মাদ্রাসাগুলোতে লবণ বিনামূল্যে দেয়া হবে।